কেমন আছি
- মোঃ মুসা (গাংচিল)

কেমন আছি বলতে গিয়ে
থামিয়ে মনে..........।
চুপ হয়ে যাই একলা আমি

কে জেনেছে একান্ত সেই
প্রশ্ন করে আমার কাছে......।
শোনার মত মানুষ কোথায়
সবাই নিজের দরজা খুলে
মনের মানুষ ঢুকিয়ে দিয়ে।

গল্প করে সময় কাটায়
আমার বাড়ির হাঁড়ি ভাঙার
শব্দ শুনে ঘুম ভেঙে যায়...।
মধ্য রাতে জেগে উঠে
কেউ বলেনি কি হয়েছে?

অশান্তির এক বাসা বেঁধে
কোমরে মোচড়ে ভাঙে আমায়
কে জেনেছে খবর নিয়ে
কে এসে দেয় বুকে সাহস....!!

কার এমনকি দায় ঠেকেছে
না বলেছে সাথে আছি
দুঃখটুকু ভাগ করে নেই
দুজন মিলে যুদ্ধ করি.........।


কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা.........
কপি করা থেকে বিরত থাকুন । কপিরাইট আইন মেনে চলুন।


২৫-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।