দুঃখ
- মোঃ মুসা (গাংচিল)

দুঃখ নিয়ে করি বসবাস
বাড়ির পাশে করি দুঃখের চাষ,
ফসল আমায় তোলা লাগে নাকো
ফলন আমার দীর্ঘ সর্বনাশ।

কবিতায় রই দুঃখ লিখতে
সুখের লোকে দেখে ভেটকায়
খালি খালি ধরে আমার ভুল
দুঃখ গুলো আমার দুঃখ হয়।

ঠকছি কত বিশ্বাস করে
সস্তা আমায় গেছে ধরে,
মানুষ নাকি প্রেমিক সবই
আমার মাঝে আজ আমি যে কই?


২৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।