তুমি আজ নেই
- মোঃ মুসা (গাংচিল)

আজ তুমি কত দূরে
বাগান দরজা মাঠ আর বিল
ওই নীল আসমান রাস্তার মাপ সব ঠিক আছে ...........।
কোথাও পরেনি দাগ কিছু খাদ
সব ঠিক আছে কেবল আমার
হৃদয়ে হয়েছে অদেখা গর্ত।

স্বপ্নটা নেই মানুষটা নেই
আশা কি ভরসা নেই,
কথা নেই কোনো নিশ্চুপ এই
কেবল শূন্য কেবল শূন্য
সবকিছু আছে মন ভালো নেই।

তবু মনে হয় নিজেরই ভুলে
সব একাকার হলো সবকিছু,
আরো সংযম আরো সহনীয়
হলে হতে যদি তবে কি আমার দায়?
মনে হয় যেন আমারই দায়।

.বদমেজাজ কে বিয়োগ করেছি
কতটা উচিত আরো করে যাব,
কেনো মনে হলো আজ এই কথা।
আগে কেনো মনে নেই
সবকিছু ঠিক
কেবল আমার বিশ্বাস নেই.........
সব ভেঙে যায় সব বিশ্বাস
শোকার্ত বায়ু ভূয়া সস্তি।
ব্যর্থতা আজ আমাকে বলেছে
দুই গালে মেরে চড়.........।

শাকিলা উৎসর্গ


২৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।