কি তার মানে
- আলমগীর সরকার লিটন
আকাশের সব নীল বলছে
আমার কোন রঙ নেই;
কি অদ্ভুত কেউ শুনে না
আধারের আর্তনাদ!
চাঁদটাও কতখানি নিঠুর
জলশুকনো বালুচর জানে না
কি বাঁকি থাকল আর
দুই কাঠা ঘৃণা, আট একর জমি
তবু দুচোখের সামনে-
শুধু শ্মশান আত্মা কি তার মানে;
আকাশের সব তারা বলছে কি
আমার কোন আর স্বাদ নেই।
২৭-৬-২৪
২৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
৩০-০৬-২০২৪ ০৯:৫৩ মিঃজি কবি মহী দা
পাঠে শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।