পিঞ্জর খুলে দেখতে যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পিঞ্জর খুলে দেখতে যদি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৬-২০২৪ ইং
****************************
পিঞ্জর খুলে দেখতে যদি পৃথিবীরএই হৃদয়,
ক্ষতবিক্ষত কতোখানি,কতখানি বিরহময়!
অঝোরে ঝরতো পাষাণ পাষাণীর অশ্রুজল
এই মরু বুকে ফোটাতো প্রেমের পুস্পদল।।

হৃদয়ের তরঙ্গ কি! এই তুমি জানতে যদি,
কভূ কষ্ট দিতে না -এতখানি নিন্তর-নিরবদি।
প্রাণের গহিন স্পন্দনে উঠাতে বেজে
স্বর্গিয় প্রেমের অমৃত সুর কন্ঠ রাজে !

অন্তর গভীরে কখনো অনুভব করতে যদি
এত দিন, এত কাল ! করতে না অপরাধী!
শুধু ভালবেসেছি বলে এত ক্ষতবিক্ষতের দাগ,
তবু নেই কোন অভিযোগ- রাগ- অনুরাগ !!

পিঞ্জর খুলে দেখতে যদি এই হৃদয়ে কষ্ট কত!
হয়তো তুমিও অঝোরে অশ্রু ঝরাতে অবিরত।
---------------------------------------


২৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।