স্বপ্ন স্বয়ের
- রবিউল ইসলাম রাতুল
আমি উচ্চকাঙ্খায় দেখেছিলাম
পথ চেয়ে চেয়ে স্বয়ের,
দাপটে মনোভাবের আড়ালে আমি
কথা শুনেছিলাম ভয়ের।
আহা স্নিগ্ধ সেই শৈশবকালে
তিরিং বিরিং এর কত খেলা,
সারাদিন উচ্ছ্বাস আর চঞ্চলতায়
মায়ের সাথে ঘুম দুপুর বেলা।
নিত্য হচ্ছি বড়, ধীরে-ধীরে
বেড়েই চলছে কত চাপ,
কি সংঘাতে এ যুবক বয়স
দমিয়ে রেখেছে সব লাফ ঝাপ।
আমি কি পারব মা?
তোমাদের স্বপ্ন দিশারী হতে?
না পারলে মনে হয়,
আমি চলে যাব উন্মাদের পথে!
আমি আত্মঘাতী নিশ্চুপ মানব
হাসি থাকেই যায় সব সময় মুখে,
বিশ্বাস করেছে যারা আমায়
বিশ্বাস পূরণ করব আমি নিজের সুখে দুখে!
এই ধরণীর ব্যর্থতার মায়ায়
আমি একরাশ হাসতে চাই বিজয়ের,
হাসতে চাই নিজের সমাপ্তির কালে
যখন পূর্ণতা পাবে স্বপ্ন স্বয়ের।
© Robiul Islam Ratul
২৮-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।