দুঃখে ভরে গেছে বুক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দুঃখে ভরে গেছে বুক
সুখ কই চারদিকে দুঃখ,
সুখ পেলাম না কারো
দুঃখ ভালবাসতে চায় আরো।
দুঃখের দুঃখে আমি সুখী
দুঃখের ভালবাসায় আমার সুখ দুঃখী,
দুঃখ ছাড়ে না আমার পিছু
দুঃখের কাছে আমি সব কিছু।
দুঃখের ভালবাসায়
মন চায় না আর সুখ,
দুঃখ তুই থাক
তুই আমার সুখের অসুখ...
২৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।