না বলা কথা...৬
- অথই মিষ্টি

ভেঁজা চোখে পড়ছে পানি দৃষ্টিতে ভরা সিন্ধু মরু
দৃষ্টিহীনরা দেয়না দৃষ্টি বলে আমি না-কি অভিনয়ে নব তরু
আরো বলে আমি সুখ বিভোগী সুখের উল্লাসে ভাসাই তরী
তবে সেই নায়ে দিয়েছে যে তারা দুঃখ ভরি
স্পর্শ মাখা কষ্ট আমার বুকের ভিতর জমা
ভাবেনা তারা এই বিচারে ঐ বিধাতা করবেন না ক্ষমা
সুখ দিয়েছে সাময়িক রূপে না দেখা ক্ষত এঁকেছে এ বুকের ভিতরে
দিয়েছেও সান্ত্বনা লোক দেখানো কাঁন্না কেঁদেছেও আমার সামনে
কত শত পরিকল্পনা করেছে আমার চোখের পিছনে
হায়রে জীবন! কাঁন্না ভিষণ তাও দৃষ্টির আড়ালে
পায়ের নিচের মাঁটি সরে যায় মনের ধৈর্য হাড়ালে


২৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।