এখনো ঝরে যায়নি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এখনো ঝরে যায়নি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৬-২০২৪ ইং
****************************
হে ৯৩ ! হে হৃদয়ের তরঙ্গ! হে চির বন্ধন!
তোরে অন্তরে গাঁথিয়াছি প্রবল বন্ধুর মতন।

এখনো ঝরে যায়নি সেই জুঁই চ্যামিলী বকুল,
এখনো কাননে কাননে ফোটে স্বপ্নের ফুল।
এখনো সোনালী রবি হেসে উঠে শিশির বিন্দু
এখনো তীব্র প্রলয়ে জেগে উঠে হৃদয় সিন্দু।

এখনো তোদের শুন্যতা অনুভব করি বিপুল,
তোরা এসেছিলি প্রাণের গভীরে চির কল্লোল।
এই তোদের ভুলি কি করে হে বন্ধু! হে সহপাঠী ?
তোদের রেখেছি অন্তরে সযতনে- পরিপাটি।

সেই কবে তোরা ফোটেছিলি আলোর কানন !
সেই কবে দিয়েছিলি প্রেম, ওগো প্রিয়জন!
আজো ছন্দময় সদ্য ফোটা ফুলের মতন,
হে ৯৩ ! হে হৃদয়ের তরঙ্গ! হে চির বন্ধন!
----------------------------------------------


২৯-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।