সুখের খবর
- আলমগীর সরকার লিটন

কি সুখে, ডুবে মরে
সুখ চিনলাম না রে-
সুখের আগে উড়ে গেলো
কার সাদা আসমানে;

বামন হইয়া সুখচিনি কার
দুঃখেই বন্যা আজ রবি বার
বুঝাবুঝি থাকলে পরে
জলশুকনো বৃন্দাবনে;

বাঁচ্চা মরার খোজ খবর
কেউ জানে না, উড়া পাখির মন
বাতাসের গায়ে গন্ধ উড়ে না
চন্দ্র পোড়া বাসর জুড়ে;
৩০-৬-২৪


৩০-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।