মোল্লাতন্ত্র
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মোল্লাতন্ত্র
ফাইয়াজ ইসলাম ফাহিম
মোল্লাগো মোল্লাগিরি আর লাগে না ভালো
মোল্লা দেশটারে ধর্মের আগুনে পুড়ে খাইলো,
মোল্লা ব্যাটারা ধর্ম কে করছে শেষ
ধর্ম এখন অসুস্থ ধর্মে নেই আর মনুষ্যত্বের বেজ।
মোল্লা ব্যাটারা যখন তখন শোনায় ধর্মের বাণী
নিজেরাই লেজেগোবরে ফতোয়া নিয়ে করে হানাহানি।
মোল্লারা দেশটারে করলো মেধা শূন্য
তিড়িং বিড়িং ফতোয়া দিয়ে নিজের পেট করে পূর্ণ।
মোল্লারা বাংলাদেশ কে বানাতে চায় তালেবান
বক্তৃতায়,ফতোয়ায় দেখা যায় আফগানি টান,
মোল্লা ব্যাটারা নারীদের স্বাধীনতা নিচ্ছে কেড়ে
নানান ফতোয়া দিয়ে বোরকা জেলে বন্দি করে।
মোল্লারা তিন-চারটা বিয়া করে রাতে বউয়ের পাছায় বাজায় তবলা,
নারীদের সর্বদা অবহেলা করে নারী নাকি অবলা?
মোল্লারা নারীর বুকের পাহাড় গোল্লা খেতে করে পছন্দ,
আর সেই নারীদের স্বাধীনতা রুখতে করে মিছিল-মিটিং দ্বন্দ্ব।
মোল্লাদের কথায় ওঠবস কবে বন্ধ করবে সরকার
এভাবে মোল্লাতন্ত্র চললে নারী হবে মোল্লার খাবার....
6/30/24 5:15 PM
০১-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।