বাউল নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মোল্লারা ধর্ম নিয়ে থাক
বাউল নিয়ে ক্যান,
বাউল কি খেয়েছে
মোল্লার সকল জ্ঞান?

নবী করিম (সাঃ)
বলছে কি বির্ধমীদের প্রাণ করতে হরণ,
মোল্লারা কি জানে বির্ধমী মারা
মুসলিম আইনে বারণ।

মোল্লারা ভালো হয়ে যা
ধর্ম নিয়ে করিস না খেলা,
বাউল কি খেয়েছে
তোমার ধর্মের আলা?

মোল্লারা তোরা তোদের নিয়ম মেনে চল
জিহাদের নামে মানুষ কে করিস না কতল,
বাউল মানবধর্মের প্রতিচ্ছবি
মোল্লা তুই ধর্ম ছাড় তুই বাউল হলে মানুষ হবি....


6/30/24 7:03 PM


০১-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।