ফিউচার প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ফিউচার ফিউচার করে
তুমি ভালবাসার ফিউচার হারালে
জীবনের ফিউচার হারালে
কিন্তু ফিউচার কি আসলো তোমার জীবনে?

ফিউচার প্রেমিকের অপেক্ষায়
যৌবনের প্রেমিক কে হারালে,
কিন্তু ফিউচারে কি রইলে তোমার?

তোমার ফিউচারে রয়েছে একাকীত্ব
ভাইয়ের দেওয়া কষ্ট
মায়ের প্রলাপের ঝঞ্ঝা
বাবার বুকের কষ্ট পাহাড়ের আর্তনাদ....

ছোট্ট একটা জীবন অথচ
ভাবনা তোমার এক হাজার বছরের
এই ফিউচার ফিউচার করে তুমি সব হারাবে
নিজের যৌবন তোমার ফিউচার প্রেমিক খেয়েছে
শুধু এখন তোমার জীবনটা খাওয়া বাকি আছে...


০১-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৭-২০২৪ ১৩:৫৬ মিঃ

ফিউচার