প্রণয় ঝাক
- আলমগীর সরকার লিটন
এদিক সেদিক শুধু শ্রাবণ ডাকে,
তবু ফুটে না কলি!
গন্ধ পাপড়ি বহুদূর-
ভাসে না নাকে,
এই পূর্ণিমায় যদি আসে-
এক কাপ গরম পানি
পিপাসা শুধু মুখে
তৃপ্তির জানালাটা খুলে যাক
আষাঢ় কিংবা শ্রাবণে
দেখো দেখো দৃষ্টি ছুঁয়ে-
এদিকে সেদিক প্রণয় ঝাকে।
০২-৭-২৪
০২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।