শিরোনামহীন কিছু কবিতা-২
- আকতারুল ইসলাম

অপাঙ্ক্তেয় শকুনের দল খামচে ধরেছে পতাকা
তাই কাক হয়েছে মহানন্দে শ্বেত শুভ্র বলাকা।
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের ঊর্ধ্ব গগণ জুড়ে
কাক শকুনদের মিতালি গীত চক্রাকারে ঘুরে।
অগণিত যত হায়েনারা আসে সুফি সাধু্র বেশে
অনুগত কুকুরের দল বিনয়ী প্রণাম জপে মনে।
শত সহস্র বিভ্রমে লিখিত বঙ্গদেশের দিনলিপি
তাই আজও হলোনা অজস্র সমস্যার নিষ্পত্তি।


০২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৭-২০২৪ ১১:০৫ মিঃ

যুদ্ধ চাই যুদ্ধু।