না বলা কথা...৭
- অথই মিষ্টি
রং বাহারী সতেজ নারী দেখতে আমি
সবার মুখে শুনি
জ্বলন্ত মোর হিয়া জ্বালিয়ে দিয়া তাঁর অবস্থানে
দ্বাড়িয়ে আছেন আমার প্রিয় উনি।
বাহ্যিক ভাবে খুঁশি সর্বদা মুখে হাঁসি দেখে সবাই
বোঝেনা কেউ আর
কিছু আমায় না বলে সে নিজের মতো চলে
নির্জনে কি ব্যবহার তাঁর।
সবার কথা মানি তবুও বেইমানি
আমি না কি থাকি মেতে
না বলা মোর কথা জমেছে গভিরে ব্যথা
তবুও তাঁর খুঁশিতেই মানি আমার খুঁশি তাতে...
০২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।