আষাঢ় পুষেছি বুকে
- নাহিদ সরদার

এক

আষাঢ়ে জল ছুয়ে যায় মন
কর্পোরেট ভাবনায় ভেজেনা শরীর
আজ বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ।

দুই

এই মেঘ এই জল এই ভেজা মাঠ উন্মত্ততার
এখন জীবনের দিকে তাকিয়ে চোখ
এই আষাঢ়ের জল ব্যস্ততার।

তিন

বৃষ্টির ছাঁট লাগছে চোখে
হয়না কেবল বৃষ্টি গায় মাখা
আষাঢ় পুষেছি এই বুকে
সময় থমকে থাকা।


০৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।