বৃষ্টির আলাপ
- নাহিদ সরদার
এক
যত জল আছে তাবৎ পৃথিবী জুড়ে
বৃষ্টির মতো না,
প্রথম যে-রঙ ছড়ায়ে ছিল
আজো ধরে রেখেছে তা।
দুই
বৃষ্টি ছন্দ
সোঁদা গন্ধ
মন ভোলা সুর যেন,
বৃষ্টির আলাপ
নোয়ানো গোলাপ
এখনও অধরা কেন?
০৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।