আন্দোলনের কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ছাত্র আন্দোলনের কবিতা
ফাইয়াজ ইসলাম ফাহিম
ছাত্রের বিরুদ্ধে লড়ে
কোন সরকার পায়নি জয়,
ছাত্র ন্যায়ের প্রতীক
ছাত্র সকল অন্যায় করে ক্ষয়।
ছাত্রের বিরুদ্ধে লড়ে
হে স্বৈরাচার সরকার পাবি না তুই ছাড়,
বিদ্রোহী অনল জ্বললে
তোর ক্ষমতার গদি পুড়ে হবে ছাড়খার।
ছাত্ররা কখনো মানে না হার
ছাত্র কে দেখাস না পুলিশের ডর,
ছাত্র কে একবার রাগালে
এই বঙ্গ কাঁপবে থরথর।
ছাত্ররা সকল অন্যায় দিবে রুখে
যত্ত গুলি করো ছাত্রের বুকে,
ছাত্র লড়বে অন্যায়ের বিরুদ্ধে
প্রয়োজনে নামবে ন্যায়ের যুদ্ধে.....
০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।