কোনদিন
- ফয়েজ উল্লাহ রবি
গত এই দিনে তুমি ছিলে আমিও
আশা ছিলো মনে-মনে স্বপ্নও!
মনের প্রবল ইচ্ছে তাড়িয়েছে তুমি-আমি দু'জনকে!
আজ তুমি বহু দূর আমিও
ভুলে গেছ হয়তো সবই স্মৃতিও!
রঙীন দিনের শেষে সাদা-কালো চশমার ফাঁকে
ঝাপসা দেখো পৃথিবী যেমন দেখি আমিও!
গল্প গানে নাতি-নাতনী মেতে থাকো যেমন আমিও!
হয়তো আজ ভুলেছ শ্রাবণ-
গত কতো দিন বৃষ্টি হীন কাটে না দিন তুমি বিন
হয় না গান মাতে না প্রাণ
কতো হয়েছে গত চেনা-অচেনা হাজার ক্ষত
পঁয়তাল্লিশ বছর একে বারে কম নয়; এক জীবন!
বদ্লেছে দিন হয়েছে রঙীন
ধূসর পৃথিবী মলাটে বাঁধা জীবনের ঋণ
সেই একই স্বভাব আমরা দু’জন, বদলাইনি ঠিক এখনও!
তুমি-আমি পাশা-পাশি ছিলো স্বপ্নের পৃথিবী আজও আছে টিকে
শুধু বয়সের ভাড়ে চেহারা চুলে হারিয়ে গেছে বয়স!
তবু স্বপন মরেনি গুমরে মরে একাকী মনের গভীরে
জানি হবে না পূরণ বাস্তবতা কখনো কোনদিন।
বুধবার, কুমিল্লা
১৫ কার্তিক ১৪১২, ০২ নভেম্বর ২০০৫
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।