আগের মতো
- ফয়েজ উল্লাহ রবি
মনে কি পড়ে আমাকে?
তোমাদের গল্পের আসরে মনের ভাব প্রকাশে?
হয়তো ভুলেই গেছ এই আমাকে?
হয়তো আর তোমাদের মিলন মেলায় হবে না আর আড্ডা গানে
জমবে না আর সেই আবেশে, ব্যস্ত সবাই সবার জীবনে,
ভুলে যাবে ভুলে ভরা জীবন দানে আসবে না আর সেই টানে।
যতো স্মৃতি মনের প্রীতি দূর হবে সব সম্প্রতি
হয়তো রাতে কোন গভীরে ঘুম ভেঙে যব উঠবো যেনো
স্মৃতিগুলো মনের কোণে তুফান তুলে কেনো?
কাঁদায়-হাসায় আবার বাঁচায় রোজ যেনো এই মরণ,
অপেক্ষাটা প্রতীক্ষাতে রং হারিয়ে বসবো বুঝি করতে বরণ।
সাজবে আবার সেই মাঠে আর জাগবে নতুন আলো,
আসবে যখন ফিরবে তখন হবেই সব হবেই ভালো।
মনের গোপন ব্যথা যতো দূরে হবে সব অভিমানের ক্ষত,
হাসবো আবার আড্ডা গানে আগের মতো।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৮ শ্রাবণ ১৪১৩, ২৫ জুলাই ২০০৬
০৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।