ছেড়ে যাচ্ছি স্বদেশ
- ফয়েজ উল্লাহ রবি
চলে যাচ্ছি ছেড়ে সবুজ-শ্যামল দেশ
যাচ্ছি চলে বহু দূরে মৃত্তিকার ঘ্রাণ থেকে ধু-ধু বালিময় প্রান্তরে_
ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জলের কণার আলিঙ্গন ছেড়ে,
কাঁচা-পাকা আধা–পাকা রাস্তা-ঘাট নব-বনালি নদী প্রান্তর
সব কিছু দূরে ঠেলে-
যাচ্ছি চলে বন্ধু তোমাদের আড্ডা গানের আসর ছেড়ে।
জানো? আমি কোথায় আছি এখন কতো উপর মাটি থেকে?
মেঘের কোলে খেলা করে আকাশ ছোঁয়ার পথেই জেনো
আর যাবে না উপর উঠা এতোটাই উপর এখন!
মেঘগুলো এই পাথর জেনো উড়ছে দলে-দলে
ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘের বুকে হেঁটে চলে।
এইতো মাত্র পঁয়ত্রিশ হাজার ফুট মাটির উপর
বলতে পারো এখন আমায় শূন্যে আছি তাই বলে এই -
অহমিকায় পা রাখিনি মাটিতে আর ।
বিদায় এখন যাচ্ছি চলে জীবন যুদ্ধে সেই যে রথে
আসবো আবার ফিরে কভু আসবো আমি সেই পথ ধরে।
সোমবার, দাম্মাম, সৌদিআরব এর পথে-
০৭ শ্রাবণ ১৪১৩, ২৪ জুলাই ২০০৬
(সৌদি আসার সময় বিমানে বসে টিস্যু পেপারে লেখা)
০৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।