জন্ম দিন
- আলমগীর সরকার লিটন

এই জন্মের প্রথা শুধু
জল মাটির সাথে মিশে যাচ্ছে;
ঘাসফড়িংরা জন্ম দিনের
শুভেচ্ছাই দুলছে!
ও দিকে চাঁদ মুচকি হাসির
আড়ালে অমবস্যায় ঢাকছে;
যেখানে দলছুট মাঠে প্রণয়ের
আকাশ ঘুড়ি হয়ে গেছে-
সেখানে কি করে জন্ম দিন
সুমিষ্টি প্রণয়ে আশা জাগে-
কেক বিস্কুট উইপোকা বাসর ঘর
তবু নিজেই নিজে শুভেচ্ছা নেয়
আজ নাকি আমার জন্ম দিন!


০৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৭-২০২৪ ১১:১২ মিঃ

ভীষণ চমৎকার উপস্থাপন করেছেন
খুব ভালো লাগলো

আলমগীর সরকার লিটন
০৮-০৭-২০২৪ ০৯:৫৫ মিঃ

অশেষ ধন্যবাদ ও শুভ কামনা জানাই
কবি mohi দা !
ভাল ও সুস্থ থাকবেন------