জন্ম দিন
- আলমগীর সরকার লিটন ০৪-১১-২০২৪

এই জন্মের প্রথা শুধু
জল মাটির সাথে মিশে যাচ্ছে;
ঘাসফড়িংরা জন্ম দিনের
শুভেচ্ছাই দুলছে!
ও দিকে চাঁদ মুচকি হাসির
আড়ালে অমবস্যায় ঢাকছে;
যেখানে দলছুট মাঠে প্রণয়ের
আকাশ ঘুড়ি হয়ে গেছে-
সেখানে কি করে জন্ম দিন
সুমিষ্টি প্রণয়ে আশা জাগে-
কেক বিস্কুট উইপোকা বাসর ঘর
তবু নিজেই নিজে শুভেচ্ছা নেয়
আজ নাকি আমার জন্ম দিন!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-০৭-২০২৪ ১১:১২ মিঃ

ভীষণ চমৎকার উপস্থাপন করেছেন
খুব ভালো লাগলো

আলমগীর সরকার লিটন
০৮-০৭-২০২৪ ০৯:৫৫ মিঃ

অশেষ ধন্যবাদ ও শুভ কামনা জানাই
কবি mohi দা !
ভাল ও সুস্থ থাকবেন------