আফসোস নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
দিন যাচ্ছে রাত যাচ্ছে
আবার দিন হয়
আবার রাত হয়,
সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রহর
চলে যাচ্ছে।
ক্রমশই ভালবাসার আয়ু কমে যাচ্ছে
যৌবনের দিনগুলো হারিয়ে যাচ্ছে
পাশে থাকার দিনগুলো হারিয়ে যাচ্ছে
পৃথিবী প্রতিনিয়ত ছোট্ট হয়ে আসছে
তোমার- আমার জন্য।
বয়স বাড়ছে
যৌবনকাল চলে যাচ্ছে।
জীবনের সেরা মূহুর্ত হারিয়ে যাচ্ছে
অথচ তোমার পাশে থাকা হলো না
তোমার কাছে আসা হলো না।
হয়তো তোমাকে পাবার আশায় থাকতে থাকতে
পৌঢ়ত্ব উঁকি দিবে।
হয়তো বুকভরা আফসোস নিয়ে
কোন একদিন হঠাৎ করে চলে যাবো না ফেরার দেশে.....
7/7/24 6:10 PM
০৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।