না বলা কথা...৮
- অথই মিষ্টি
আজ বৃষ্টি ভেজা একলা রাত, একা এক জোড়া মোর হাত
আর অপেক্ষার দুশ্চিন্তা ভারাক্রান্ত বহনকারী এ কাঁধ।
আশা ছিলো তাঁর সাথে, র্নিজনে জাঁগা হাওয়া হওয়া প্রভাতে
সমস্ত রজনী উম্মাদ আবেগে যাবো মিশে তাঁহাতে।
ভেবে রেখেছিলাম আজ আমি একা, কাল হবে তাঁর সাথে দেখা
রবে বিধাতার কলমে লেখা আর মিলে যাবে দুজনের ভাগ্য রেখা।
অবশেষে হলোও তাই, কিন্তু যাওয়ার মাঝে অন্তর্নিহিত যাকে চেয়েছিলাম প্রকৃত সে নাই
তবুও তার মাঝে তাঁকে অনুসন্ধান করে যাই।
সে আমাকে বাহ্যিক বুঝে, অভ্যন্তরীন বুঝে না
সে আমাকে চায় গভীর করে
তবে উজাড় করে দিলেও সে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করে না।
মাঝে মাঝে মনে হয়, সে আমাকে ভালোবাসে ভিতর থেকে গভীর করে
কিন্তু তা বোধ হয় কেবল দিন ফূরালে
ভোরের সূর্য উঠলেই যেনো, ছাঁয়ার ন্যায় যায় সে আমার থেকে দূরে সরে...
০৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।