দাম্ভিক বালিকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে বালিকা কিসে
এ্যাত্ত সংশয়,
আমি প্রেমময়
তাই কি তোমার ভয়?
হে বালিকা
এ্যাত্ত কেন তোমার দম্ভ,
মানুষ হয়েও মনে কেন
তোমার বিভেদ ভূমিকম্প।
হে বালিকা
কিসে করছো পর,
আমি কি পাপী
যে তোমার জন্য ক্ষতিকর?
হে বালিকা
আমি মানুষ, নই ধর্মান্ধ
আমি বন্ধু হতে চেয়েছি
কিসে করছো মেকি আনন্দ?
উৎসর্গ: বাউল কন্যা ফারজানা বিশ্বাস কে
7/9/24 8:11 PM
০৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।