হয়তো বদলে যাবো
- ফয়েজ উল্লাহ রবি

ফেলে এলাম মৃত্তিকা তটিনী, রেখে এলাম আমার অস্তিত্ব আত্মা,
রেখে এলাম প্রিয় মানুষগুলো অনেক দূরে রেখে এলাম।
হাজার মাইল দূরত্বে এসে পড়ছে মনে বারে-বারে বড্ড বেশি মনে।
কয়েক ঘণ্টার ব্যবধানে পাড়ি দিলাম-
একটি সাগর কয়েকটি দেশ এখন দূরের মানুষ সীমানায় পাথর!
হাত বাড়ালেই যায় না ধরা, পায় না ছোঁয়া ভালোবাসার আদর।
ফের ক'বে আর ফিরবো বাড়ী ঘুরবো পথে-ঘাটে?
হয়তো সবাই বদলে যাবে দিন বদলে তালে,
আমিও হয়তো বদলে যাবো জীবন খেলার দামে।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৩ আষাঢ় ১৪১৩, ২৯ জুলাই ২০০৬


১০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।