ঈমানদার চোর হবো কবে?
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ঈমানদার চোর হবো কবে
ঈমানদার চোর হলে শান্তি পাবো ভবে,
ঈমানদার চোর হলে বাড়বে সামাজিক গুণ
হজ্জে গিয়ে পাপ করবো খুন।
ঈমানদার চোর হতে চাই
ঈমানদার চোর হওয়া ছাড়া বেঁচে শান্তি নাই,
ঈমানদার চোর হলে হবে উন্নতি
যে যাই বলুক সতত করবো দূর্নীতি।
ঈমানদার চোর হতে চাই
ধর্মের খোলস পরে
ধর্ম আমায় রক্ষা করবে
আমি কিসের ডরে?.....
১১-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।