নৈবেদ্য হারিয়ে
- নাহিদ সরদার

পালা বদলের বৈরিতায়
খসে পড়ে গেছে শহরের সব প্যানা।
এই বৃষ্টি দিনে তোমার পালেও দেখি বদল হাওয়া
কাচের ওপারে তোমার শরীর চুয়ে
পড়ে যায় আমার নৈবেদ্য,
অহন আষাঢ়ে ভাইসা যাওয়া জল আকড়াইয়া
ধইরা কিরহম না মরা বাঁইচা আছি।

১২/০৭/২০২৪
বলেশ্বর নদীর পাশে বসে
পিরোজপুর।


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।