না বলা কথা…৯
- অথই মিষ্টি
হয়েছে গভিরতর রজনী
তবু্ও অতি আগ্রহে অপেক্ষায় আছি প্রিয় স্বামী তোমার আমি
দিনশেষে আরামদাওক ঐ ঘুমের দেশে একা আমি যেতে পারিনি ।
তোমার চিন্তা দিনভর
সারাদিন সংসারের সকল কাজে থাকলেও শুধু ব্যস্ততাকে মাথায় রাখলেও
কোথায় আছো তুমি? কেমন আছো তুমি আর? কি করতেছো তুমি? সে চিন্তায় কাটেনা মোর প্রহর ।
যানি আমার কথা তোমার মনে পরেনি
আর পড়বেইবা কেমন করে থাকো তুমি সারাক্ষন শুধু নিজের ব্যস্ততাকে ঘিরে
সারাদিন তোমার উপস্থিতিহীন অভিমানে জমেছে আমার চোখের কোনায় জল দিনশেষে তোমার চোখে পড়েনি ।
পূর্নভাবে তোমার ব্যস্ততা সেরে
অবশেষে নিয়মিতর ন্যায় সেইসে মধ্যরাতের পরে ফিরলে যখন ঘরে
সহ্যহীন চড়াগলায় রেগে গেলে তুমি ছিলাম আমি বলে দেড়িতে ঘরে ফেরায় তোমার উপর একটু অভিমান করে ।
বলে দিলে আমার মুখের উপরে
আমি মানুষটা পরিশ্রম করে ফিরলে ঘরে
তোমার এ অতি অভিনয় নাটকিয়ময় ঢং এর কান্নায় মেজাচ আমার মাথায় চড়ে কান্নার শব্দ হলে দিব ঘর থেকে বের করে ।
মুহূর্তেই যেনো কলিজা ফেটে যায়
মনে হয় হায়! এলাম এ কোন দুনিয়ায় যার জন্য অভিমান করি সেই আমার উপর রেগে যায়
ওহে ও বিধাতা দিলে এমন স্বামী যার কাছে স্ত্রী নামের পন্য আমি যে আমাকে আমার মাঝে নাহি খুঁজতে চায় ।
১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।