ভিতরে বাহিরে
- শিমুল আহমেদ

ভালবাসতে লালন জানে
তাঁর খুঁজতে খুঁজতে জনম গেল
মনের মানুষকে,
কৃষ্ণ ভালো ভাসতে জানে
প্রাণের রাধাকে।

রাইয়ের জন্ম আলোর কাছে
আলোতে অন্তর ধ্যান আছে,
রাই বিনে কালা কেমনে বাঁচে?

চাতক জানে জলের ধর্ম
বৃষ্টি জলে তাহার কর্ম
রাধাগো তোমারে করি বিনয়
নিবিড় কইরা ছুঁইয়ো হৃদয়
হৃদয় আমার আরশি নগর
রাখিও যতনে,
এমন কইরা যাইওনা সই
পরাণের গহীনে।

০১/০৭/২০২৩ইং
শহীদ সমাধিস্থল
কসবা, ব্রাহ্মণবাড়ীয়া।


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।