প্রত্যাবর্তন
- শিমুল আহমেদ

(ফুপু আম্মা মরহুমা মেহেরুন নেছা এবং ফুপা জনাব মরহুম আবদুর রাজ্জাক মাষ্টার সাহেবের কবর জিয়ারত শেষে)

ফেরার পথে খানিক দাঁড়ালাম তেতুল তলায়।
গাছটি বহু প্রাচীন।
গ্রামের প্রবীন ব্যাক্তিরাও জানেন না এর সঠিক বয়স কত।
এই গাছটির মতোই বহুপুরোনো দুরন্ত শৈশব,
কৈশোর আর পড়ন্ত যৌবনের কিছু স্মৃতি আমার জড়িত।
বিদায়ের সময় এই গাছটির কাছ পর্যন্ত ফুপু কাঁদতে কাঁদতে আসতেন,
জড়িয়ে ধরে বলতেন "আবার কবে আইবি রে বাপ?"
আজও আসলাম বিদায় নিয়ে
কই কেউতো করেনি প্রত্যাবর্তনের আবদার!
হে বৃক্ষ, হে প্রাচীন মহিরুহ
তোমার শাখা প্রশাখায়
নিশ্চয়ই লেগে আছে
ফুপুর আহত আরতি,
তুমি বলে দিও আমার এই প্রত্যাবর্তন
শুধু স্ব শারিরীক,
হৃদয়ের ভেতর থেকে
আমি প্রতিদিন ফিরে আসি
আমার প্রতিটি অশ্রু বিন্দু পৌঁছে দিও
ফুপুর আত্মার মাগফেরাতের বন্দনায়।

১৮/০৩/২০২২ইং
বাড়াই, ইমাম বাড়ি,
কসবা, বি-বাড়িয়া।


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।