আমি ভালো নেই তুমি ছাড়া
- শিমুল আহমেদ

আমি ভাবতাম না কোন কিছু
যেন জানতাম না কোন কিছু
যেন বুঝতাম না কোন কিছু
শুধু তুমি ছাড়া।
যেখানে আঙ্গুল ছুয়ে রাখি
শুধু তুমিময়, শুধু তুমিময়
যেন সবকিছুতেই শুধু তুৃমি।

চাঁদের আলোয়
জোছনার আগুনে ঝলসানো স্মৃতি
বিরহে, বিদ্রোহে
চিৎকার করে বলে
আমি ভালো নেই, আমি ভালো নেই
আমি ভালো নেই তুমি ছাড়া।

এ শহর ছেড়ে
তুমি কেন চলে গেলে?
বুকের পাঁজর ছুয়ে দেখ
আমি ভালো নেই তুমি ছাড়া।
দু-চোখে কৃষ্ণচূড়ার আগুন
কি নিদারুণ! বেদনার বধ্যভূমি
তুমি রেখে গেছ এ শহরে,
যেন স্থবির হয়ে গেছে রাজপথ,
শ্লোগান, মিছিলে মুখরিত জনপদ
নিস্তব্ধ হয়ে গেছে,
করুণ ক্যনভাসে কাঁদে অর্ফিয়াস,
যেন তার বাঁশরির সুর নিয়ে গেছে
নীলাভ কষ্ট গহীন নীর্জনতার কাছে।

ফিরে এস, ফিরে এস মাধবী,
তোমার দু-চোখে রাখা
কৃষ্ণচূড়ার কাছে ফিরে এস,
ফিরে এস আমার তুমিময় দিনগুলোতে
আমি ভালো নেই তুমি ছাড়া।

কোল্লাপাথড়,সালাদা নদী
নয়নপুর, কসবা।
বি-বাড়িয়া
২৬/০৮/২০২১ইং


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।