মাধবী
- শিমুল আহমেদ
এ শহর ছেড়ে তুমি চলে যাবে!
এই জনপদ,
আমাদের বিধ্বস্ত শপথ!
আহা রক্তকরবী,
তোমার অবিন্যস্ত আঁচল,
এ শহর ছেড়ে চলে গেছে
হৃদিতার আহত হৃদয়।
কমলির মতো তোমার করুণ চোখ
"আমারে দীক্ষা দাওনি ক্যান সাইঁ"!
কপিলার মতো ক্যান বলোনি
"আমারে নিবা মাঝি?
আমারে ভুইলও মাঝি
নাও নিয়া পাড়ি দিও গহীন পদ্মায়"।
মাধবী ভুলতো প্রতিনিয়তই হয়,
কেবল এই তেত্রিশ বছর ভুল হয়নি
প্রতিদিন মনের গহীনে তোমাকে বলা
" কাল নিশ্চই তোমাকে ভুলে যাবো।
ভুলে যাবো মাধবী, নিশ্চয়ই ভুলে যাবো,
একটি দীর্ঘশ্বাস রাখা কবিতার ভেতর,
অনাদরে পড়ে থাকা প্রতিটি শব্দের ভিতর
এ শহরে তোমার ফেলে যাওয়া, তোমার রেখে যাওয়া
তোমার না থাকা স্মৃতির ভেতর,
তোমাকে রেখে,
নিরবে, নিঃশব্দে তোমাকে ভুলে যাবো।
১০/০৭/২০২১
শেরে বাংলা উচ্চ বিদ্যালয়,
বিদ্যানগর, বায়েক ইউনিয়ন,
কসবা, ব্রাহ্মনবাড়ীয়া।
১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।