বিপুল দুর্ণীতি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপুল দুর্ণীতি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৩-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিপুল দুর্ণীতি ! প্রচন্ড আঘাত হানো,
রাজ্য জুড়ে রাত, সোনালী দিন আনো।

হে প্রহরী তুমি থেকো না গভীর নিদ্রায়;
তোমার ঘরেই চোর ডাকাতেরা হুলিয়ায়।
ওহে মুক্তি যুদ্ধের স্বপ্নগুলো মৃতপ্রায়,
আজ তীব্র অনল জ্বলে এই মাতৃকায়।

চোর ডাকাতের হোট্টগোল অফিস আদালত,
কর্তায় কর্তায় কালো টাকার ধন দৌলত!
কি এক লুটপাটের মহরা বাংলার হাটে!
দেশ দ্রোহীতার জীবন চর্চা পথ ঘাটে ।

অদ্ভুদ বিচারহীনতায়!চোর ডাকাতের সন্ধি!
স্বাধীনতা পেয়েছি,মুক্তির ফুল হয়নি সুগন্ধী।
-------------------------------------------


১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।