কুকুর প্রেমিক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ঘেউঘেউ করে আর বলবো না
হে বালিকা দাও একটু ভালবাসা,
ঘেউঘেউ করে বলবো না
হে বালিকা এ মনে বাঁধো বাসা।
ঘেউঘেউ করে আর
তোমায় করবো না জ্বালাতন,
এই কুকুর তোমায় ভালোবাসি
বলবে না যখন-তখন।
ঘেউঘেউ করে এই কুকুর
তোমায় করবে না বিরক্ত,
এই কুকুর মরে গেলেও
তোমার প্রেমে হবে না আর আসক্ত.....
১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।