না বলা কথা...১০
- অথই মিষ্টি

আমি হেঁটেছি কেবল একলা পথে
ডেকেছি তোমায় হৃদয় থেকে চিৎকার করে
তুমি দেওনি সাড়া ফেলনি পা আমার শহরে আমার সাথে।
একই পথের পথিক তুমি আমায় মানলে না।

আমি তোমার হাত ধরবো বলে বাড়িয়ে রেখেছি হাত
খোলা রেখেছি আমার চোখ রাখবো বলে তোমার চোখে
সকল কিছু ছেড়েছি আমি জড়াবো বলে তোমায় বুকে
বাবার রাজকন্যা পদ ছেড়েছি আমি তুমি রাখবে বলে আমায় সুখে।

নাহ্ মেলেনি হে! সে হাত আমার এ অপেক্ষারত হাতে
হয়নি বলা আবেগের জোয়ারে ডুবে গিয়ে হাজারো জমে থাকা কথা
হয়নি চলা আমার শহরের পথে আমার প্রিয় সেই সে তোমার সাথে
সুখের বদলে মিলে গেল কেবল বুকের ভিতর সহস্রো অনাকাক্ষিত ব্যথা।

পূর্বেও ছিলে এখনো আছো কেবল তুমি তোমার ব্যস্ততাকেই ঘিরে ছিলে
কষ্ট পাই আমি আমার এ না বলা কথা তোমায় মুখফুটে বলতে না পেরে
শুধু আাশা নিয়ে অধির আগ্রহের সাথে অপেক্ষা করি তুমি শুনতে চাইবে বলে
না তুমি আদৌ শুননি আমায় বুঝনি গিয়েছো বারংবার আপন গন্তব্যে চলে তাও আমায় না বলে...


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।