রাজাকার
- অথই মিষ্টি
গরম রক্ত ঝড়াবে
বুক ফুলিয়ে দ্বারাবে
ওরা বলছে 'মোরা সৈনিক'
আর জয়ের গান গাইবে।
ওরা চিরো র্নিভয়
সাহস করে সঞ্চয়
শহিদের দরজায় কড়া নাড়বে।
আজ রাজপথে
অধিকারে মেতে
ওরা বাধাহীন হয়ে ছুটছে
প্রয়োজনে দিয়ে প্রাণ
ফেরাবে সমান মান
আজ হিংস্রের স্বভাবে পুষ্প ফুটেছে।
১৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।