কাক কা কা করছে
- আলমগীর সরকার লিটন
মৃত্যুর ডাকঘর টিয়া পাখি
তুমি ডাব গাছেই থাক!
তোমার চারপাশে কাক- কা কা করছে-
ভীষণ মৃত্যুর আর্তনাদে;
তোমার আকাশে কালবৈশাখী মেঘ
এই মৃত্যুর ডাকঘর বুঝিস না
আর কত চাই টিয়া পাখি-
আর কত ঠোঁট রাঙাইবি
অষ্টাদশী ভাববি, পাখা পা গুঠে যাচ্ছে
তবু শকুন চোখ থামছেই না-
এই শস্য শ্যামল মাঠে।
১৬-৭-২৪
১৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।