রক্তের স্বাদ প্রত্যাশা
- ফয়জুল মহী
এই বাংলার আকাশ আজ মেঘাচ্ছন্ন
বৈষম্যের কোটার বৃষ্টিতে মেধা নষ্ট
স্বৈরাচার মসনদে খিল খিল হাসে
ফন্দি আঁটে রাজাকার ।
বড় দালানের পিয়নের হাতে
আলাদীনের চেরাগ দারুণ তেলেসমাতি!
কোটা বৈষম্যের যাঁতাকলে পিষ্ট বাংলার জাতি।
আবেদ নাবেদ চাকরী ও সম্পদ লুটেরা
বাড়ি গাড়ি , নারী কিংবা দুরে সুইস ব্যাংক
তাদের আবার লেবাসটা বড়ই চমৎকার ।
ভুয়া ভুয়া সবই ভুয়া রব উঠেছে চারিদিকে
আসলে সত্যটা সব সময় থাকে গভীরে
পুলিশ আর্মি বড় অফিসার অনেকে দুই নাম্বার
বাংলার জমিন আমার তোমার কিংবা সবার।
১৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৩-১২-২০২৪ ২২:০৯ মিঃ
তখনকার সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অসুস্থ রীতিনীতি নিয়ে চমৎকার লিখেছেন প্রিয় কবি। মুগ্ধতা।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।