না বলা কথা...১১
- অথই মিষ্টি
আমার শহরতলিতে না বলিতে রেখেছো তুমি পা
হতবাক হয়ে চেয়ে রয়েছি আমি উপায় নাই ছাড়া গ্রহণ করা।
তোমার হাঁসিতে গলার ফাঁশিতে আটকে গেছি আমি
আমার হৃদয়ে সমস্ত জমিতে দিয়েছি ঠাঁই লক্ষ্য করোনি তুমি।
গোটা ভূবনে আমার মনে শুধু তুমিই ধরেছো
দুই নয়নে সংগোপনে মনের মনি কোঠায় যেনো মিশে গেছো।
জানি তুমি ব্যস্ত রোজ রাখনি খোঁজ এই আমার
তুমি তোমার মতো ঘিরে থাকো তোমার ব্যস্ততা যত তবু্ও শুনে রাখহে, আমি পাঁগল তোমার...
১৭-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।