রক্তাক্ত জন্মদিন
- মোকাররাম হাসান রিহাম ১০-১০-২০২৪

আমার এই জন্মদিন,
রক্তাক্ত এক ইতিহাসের সাথে মিশে,
কোটার বিরুদ্ধে লড়াই,
শহীদদের ত্যাগের আগুন জ্বলে।

ছাত্রদের চিৎকার,
রাস্তায় রক্তের নদী,
ন্যায়বিচারের প্রত্যাশায়,
হৃদয় কেঁদে ফেটে।

আমার সতেরোতম জন্মদিনে,
কত বীরছাত্র হলো শহীদ,
মেধার স্বাধীনতার মন্ত্রে,
গেঁথে ছিল তারা বীরত্বের সুর।

রক্তাক্ত জন্মদিন আমার,
স্মরণ করি শহীদদের,
তাদের ত্যাগের পথে,
চলবো আমরা এগিয়ে।

কোটার বেড়াজাল ভেঙে,
মেধার আলো জ্বালিয়ে,
সবার জন্য ন্যায়বিচার,
এই আমার প্রার্থনা।

জন্মদিনে নাই হোক সুখ,
হোক শোকের দিন,
শহীদদের স্মরণে,
শপথ নিই আমরা নতুন।

রক্ত দিয়েছো যত,
পারবে নাকো দিতে রক্ত?
তবেই হবে সার্থক,
আমার ভাইের রক্ত।

রক্তাক্ত জন্মদিন আমার,
স্মরণে থাকবে চিরদিন,
হও চিরদূর্দম, দুর্বিনীত!
আসিবেই তবে বিজয় অনিবার্য।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।