বেহাত রাজত্ব
- আকতারুল ইসলাম

পুকুর দিলাম, নদী দিলাম
দিলাম পুরো বঙ্গোপসাগর।
মাঠ ,ঘাট আর বন -বাদাড়ে
বর্গিদের প্রহসনের সিংহাসন।

রানিমার মন দয়ার সাগর
পরদেশের তরে যায় পুড়ে।
দেশের অন্ন বস্ত্র তুলে দেয়
দুমুখওয়ালা ভুজঙ্গমের মুখে।

তবুও তাদের মন পায় না
বিলিয়ে দিয়ে রাজ রাজস্ব।
আরাম‌ কেদারার নড়াচড়াতে
রানিমা থাকে সর্বদা শঙ্কিত।

কখন যে যায় তার বাহাদুরি
সর্প দেবের রোষানলে পড়ে!
তাই মন রক্ষায় দরকষাকষি
প্রতিবার অকপটে যায় ভুলে।

বর্গিদের হাতে আকাশ বাতাস
বাংলার শিক্ষা শিল্প সংস্কৃতি।
পাহারা দিয়ে চলেছে অহর্নিশ
উজ্জীবিত অশীতিপর সন্ন্যাসী।

নাই তার সামান্য লাজ-লজ্জা
ভর দুপুরে চালায় ডাকাতি।
অতি সুকৌশলে গড়ে তুলেছে
মিথ্যাচারের নতুন বেসাতি।

বাংলার ঘুমকাতুরে গণমানুষ
ভন্ড গণদেবীর করছে দাসত্ব
ভুলক্রমেও ভাবছে না আদৌ
তাদের বেহাত হয়েছে রাজত্ব।


১৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।