তুমিই নীহারিকা
- আলমগীর সরকার লিটন
সমস্ত কবিতা আজ আমার বাকরূদ্ধ:
ভাষা নেই, অশ্রুসিক্ত- দেশ ও মাটি;
ওদের হৃদপিণ্ড নেই, আছে ক্ষমতা!
ওদের সন্তান নেই, আছে ক্ষমতার লালসা!
তাই নিরবিগ্নে চালায় তোমার বুকে গুলি,
রক্তাক্ত বাংলার বর্ণমালা- কবিতা আরও
জেগে উঠো সূর্য গোলা ভোর কিংবা
একমুঠো সূর্য জয়! তোমার রক্ত ব্যথা নয়-
"আবু সাইদ" তুমি অমর এই কবিতায় চলাচল
বাংলার ঘরে ঘরে তুমিই নক্ষত্র, নীহারিকা!
১৭/৭/২৪
১৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।