না বলা কথা...১২
- অথই মিষ্টি

তোমার এক হাঁসিতে ঝড়বে হঠাৎ পাহাড় ফেঁটে ঝরনা
যা মহা সমুদ্রের জলে মিশবে আলাদা করা যাবে না।
তোমার এক পলক দৃষ্টি হবে সীমাহীন
খুঁজলে সীমানা খুঁজতেই হবে অন্তবিহীন।
তোমার মুখের এক শব্দ হবে এতোখানি মনোমুগ্ধকর
সে এক শব্দে হবে তৈরি একখানা কাব্যগ্রন্থ বৃহত্তর।
তোমার চাহনীতে ফুঁটবে কবিতা আর ব্যবহারে অপূর্ব পরিপূর্ন উপন্যাস
সে তোমায় আমি সাজাবো এ বাস্তব জীবনের নাটকীয়তায় করে সুষ্ঠ-বিন্যাস।
জীবন যুক্তিতে তুলে ধরবো তোমায় যুক্তি র্নিভর প্রবন্ধগ্রন্থে
গোটা জাতি আগ্রহ প্রকাশ করবে আমার মজনু ওগো তোমার কাহিনী শুনতে...

ভেবেছিলাম,
হুম, আমি তা ভেবেছিলাম।
কিন্তু তা যে কেবল আমার একলা হৃদয়ের কল্পনাই ছিলো
বুঝতে বুঝতে আজ এতোটাই দেরি হলো।
এ বাস্তব জীবনে শুধু তাঁহার বিপরীতে পেলাম।


২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।