না বলা কথা...১৩
- অথই মিষ্টি
হয় ছিন্ন-ভিন্ন এ মন
যদি যায় চলে এ জীবন
তবে, নিষ্প্রাণ হয়ে সবে।
শুধু করিও দর্শন।
আমার জীবনের কালকে
করতে যেওনা যেনো বারণ।
যেমন চলছে চলুক
সে শুধু নিজের কথা বলুক
নোংরা পথে আপন মতে।
মেটাতে চাহিদা সদ্দবেশী
সুপথগামীর নামে উঠুক রথে
শুধু বাহ্যিক ব্যবহারে সঙ্গ দিব তার সাথে।
কোনো রকমে টিকে আছি
খোদার উপরে বিশ্বাস রাখি
মনে হয় নাকে আসে মৃত্যুর ঘ্রাণ।
যায় যায় নিয়ে এ প্রাণ
তবুও চাই বেঁচে থাক চিরকাল
জন্মপরিচয়ে বাঁধা স্বজনদের সন্মান।
বলতে পারিনা কিছু
সংশয় ছাড়েনা আমার পিছু
হয়ে যায় যদি সম্মানহানি।
এ যে ভাগ্যে ছিলো জানি
আছি আমি শুকনো গাছের ন্যায় দ্বাড়িয়ে
হয়তো হয়ে অবহেলিত মহারানী।
২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।