না বলা কথা...১৪
- অথই মিষ্টি
ওরে, নারী বলে আমায় করলে অপমান করছো অবহেলা
বুঝবে ঠিকই দিন ফূরালে পাশে কে থাকে তোমার শেষ বেলা।
তুমি আজ আপন মনে সারাদিন বেড়াও ঘুঁরে
নেওনা খবর আমার
অথচ, সর্বক্ষণ আমার মাথায় চিন্তা আসে তোমার।
দিবালোকের প্রয়োজন শেষ করে
ঘরে ফিরো তুমি মধ্যে রাতের পরে!
বুঝবে ওরে, এ অবহেলায় যাই যদি আমি মরে।
ঠিক তখন কি লাভ বা আর হবে!
করুন সৃতিতে মৃত এ আমায় স্বরণ করে।
তার চেয়ে দেওনা হে, পরিপূর্ণ গুরুত্ব
বেঁচে থাকতেই এ আমার জীবনটারে।
কিবা করেছি অন্যায় আমি কিবা করেছি পাপ
তাই বুঝি প্রভু মোরে ফেলেছে এ অকাতরে
যোগ্যতা হীন হয়তো আমি, তাই করেনি মাফ।
আজ পেয়েছি আমি এমন একজন স্বামী
ঠিক যেমনটা আশা করছিলাম আমি
বলব কি বা আর মুখে
আলহামদুলিল্লাহ, তবুও শুকরিয়া
আছি আমি মহা সুখে।
বলতে গেলে বলে, বেশি বলি আমি
চুপটি করে শুনতে গেলে আমি বোঁকা
তাঁহার জন্য না খেয়ে অপেক্ষায় থাকি আমি রোজ
জানি এর সুবাদে দু'দিন পর বলবে আমায়, তুমি রোগা।
২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।