স্বৈরাচার বালিকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে মন তুমি ভুলে যাও
ঐ স্বৈরাচার বালিকা’কে
যে বালিকা বারংবার তোমার ভালবাসার আহ্বান
প্রত্যাখান করে।

হে মন তুমি এমন
বালিকার পিছে ছুটছো কিসে?
সে তো স্বৈরাচার
তোমার ভালবাসা মেরেছে পিশে....

হে মন তুমি ভুলে যাও,
ঐ স্বৈরাচার বালিকা একদিন
ভালবাসার জন্য মাতোয়ারা হবে
অথচ ভালবাসা পাবে না,
চারপাশে আপন লোক থাকবে
অথচ কেউ আপন হবে না.....

হে মন তোমাকে অনেকে ভালবাসে
হুদাই ঐ বালিকার পিছে ছুটছো ক্যান,
তোমাকে পাশের বাসার ভাবি ভালবাসে
ক্লাস টেনের ঐ বালিকা ভালবাসে
প্রাইমারির ঐ মাস্টার্নি ভালবাসে
আরো তো অনেকেই ভালবাসে
হে মন তুমি ভুলে যাও ঐ পাথরের বালিকা’কে....

- ফাইয়াজ ইসলাম ফাহিম


7/20/24 6:22 PM


২৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।