বৃষ্টি ঝরে না
- আলমগীর সরকার লিটন
লাল রক্ত দেখে বৃষ্টি ঝরে না
কি অদ্ভুত মেঘামালা আকাশ
মাটি নাকি তার গায়ে নাই
কোথায় উপলব্ধির সুগন্ধি বাতাস?
কি নির্দয় জলকাঁদায় ভেজে না
অহমিকায় চাঁদের বুঝি সলক নাই;
যত সব শিয়াল কুকুর রক্ত চায়
অবশেষে থু থু দেয়ার মাটির মুখ
ইটভাটা কপালে জুটে না- এভাবে
আষাঢ় শ্রাবণ বার মাস বৃষ্টি ঝরে না।
২৮-৭-২৪
২৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।