না বলা কথা...১৫
- অথই মিষ্টি

দিন শেষে যখন ফিরো তুমি ঘরে
সেই শেষ রাতে দেখা শুরু করো তুমি সিনেমা
খুলে ল্যাপটপ মনোনিবেশ যত্ন সহকারে।
কখনো কাঁদো কখনো হাঁসো তুমি
ডুবে গিয়ে মুখ্য চরিত্রের দুঃখ সুখে।
কখনো বা রেগে যাও তুমি চড়াঁ ভাবে
সে সিনেমায় হওয়া অন্যায় দিতে রুখে।
ভাব-ভাষা বুঝ তুমি বুঝ আবেগ ও অভিমান
অবদান রাঁখতে অগ্রহী তুমি সে সিনেমায়
ইতিহাসে স্থায়ী অতি উত্তম চরিত্রের সমান।

হায় অফসোচ!
যদি তাহার কিঞ্চিৎ আগ্রহ প্রকাশ করতে বুঝতে আমায়।
কতখানি গুরুত্ব দেই আমি তোমায়।
বুঝে যেতে হে, প্রিয় স্বামী আমার।
কতখানি ব্যাকুল আল্পনা এঁকেছি এ হৃদয়ে তোমার।
আর বুঝতে পারতে কেন আমি ভাসি গুরুহীনের গগণে
কেন আমার বাস্তবে নয় এতটুকু সুখ মিলে শুধু স্বপ্নে।
বুঝতে এ হাঁসিমুখের আড়ালে লুকায়িত কাঁন্না
এত এত পরিশ্রম তবু্ও দিন শেষে অবহেলা আর বঞ্চনা।
তুমি নেওনি হে, এ আমার খোঁজ...

তুমি বুঝ সিনেমা বুঝ অভিনয়
বুঝনা তুমি আমায়
জানি দ্রব্যের ন্যায় ফেলে রেখেছো
তবুও জেনে রাখ আমার স্বামী আমি সব্বর্চ গুরুত্ব দেই তোমায়।


২৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।